বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর উদযাপনে বরিশাল শহরে এবারও দেখা মিলল পাহাড়ের প্রতিকৃতি। পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর উদযাপন উপলক্ষে শুক্রবার (২ ডিসেম্বর) বরিশালের প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
দিবসটি পালনে বরিশাল নগরের নাজিরপুল সড়কের দুইপ্রান্তে পাহাড় স্থাপন করা হয়। চিত্রায়িত করা হয়, শান্তি বাহিনীর সদস্যরা পাহাড়ের গুহায় পালিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া পথের দৃশ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর প্রতিকৃতি বসানো হয়।
বিসিসি প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনের উদ্যাগে নগরে পাহাড়ি বৈচিত্র্য তুলে ধরা হয়। বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এই আওয়ামী লীগ নেতা গণমাধ্যমে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে একটি শান্তি প্রিয় এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় আবুল হাসানাত আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়। তিনি সফলতার সাথে সেই দায়িত্ব পালন করেন। যার চূড়ান্ত রূপ দেওয়া হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর। শান্তিচুক্তির ২৫ বছর উপলক্ষে আমাদের এ কর্মসূচি ও চিত্রকর্মের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম পার্বত্য অঞ্চল সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply