বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রিয়াজ মাহমুদ খান মিল্টন ওরফে ছোট মিল্টন কর্তৃক নলছিটির সাবেক প্যানেল মেয়র পলাশ তালুকদারকে অপহরণ করে অর্ধ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে। বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রাণ কেড়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এরফলে চরম আতঙ্কে রয়েছেন অপহরণের শিকার থেকে মুক্তি পাওয়া পলাশ। এমনকি এ বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও নলছিটির সাবেক এই প্যানেল মেয়র অভিযোগ করতে ভয় পাচ্ছেন।
বুধবার রাতে (২০ নভেম্বর) নলছিটির সাবেক প্যানেল মেয়র পলাশ তালুকদার সেলফোনে এ প্রতিবেদককে বলেন, বরিশাল শহরের কাউনিয়া এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের নেতা মিল্টন ওরফে ছোট মিল্টন ও তার সহযোগীরা আমাকে অপহরণ করে তুলে নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। এরপর ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা এরকম প্রশ্নের জবাবে বলেন, আমি কী করব সিদ্ধান্ত নিতে পারছি না। আইনগত ব্যবস্থা যাতে না নেওয়া হয়, এজন্য অপহরণকারী মিল্টনের পক্ষ হয়ে কিছু লোক নিষেধ করেছে। কে বা কারা নিষেধ করেছে এরকম প্রশ্নে বলেন, বিএনপি ঘরোনার কিছু লোক।
স্থানীয়সহ বিভিন্ন সূত্র বলছে, ১৪ নভেম্বর রাত ৮টার দিকে নতুন বাজার ঘরোয়া হোটেলে খাবার খাচ্ছিলেন নলছিটির সাবেক প্যানেল মেয়র পলাশ তালুকদার। তখন আকস্মিকভাবে খাবার হোটেলে নলছিটি শ্রমিক দল নেতা পঙ্কি এবং ছাত্রদলের সাবেক নেতা ঠিকাদার জাহিদ হোসেনের সঙ্গে দেখা হয়। এরইমধ্যে ওই সময়ে হঠাৎ করে কাউনিয়া বাগান বাড়ি এলাকার ভয়ঙ্কর ত্রাস হিসেবে পরিচিত নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মিল্টন ওরফে ছোট মিল্টন তার সন্ত্রাসী বাহিনী অস্ত্রের মুখে জিম্মি করে পলাশ তালুকদারকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।
নলছিটির সাবেক প্যানেল মেয়র পলাশ তালুকদার অপহরণ প্রসঙ্গে ওই রাতে বরিশাল নগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ইউনিভার্সেল নিউজকে বলেন, এরকম ঘটনা এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। আমি খোঁজ নিচ্ছি। এরকম
ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মশিউর রহমান মঞ্জু ইউনিভার্সেল নিউজকে বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। এরকম ঘটনা ঘটলে দল থেকে মিল্টনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ফোনে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বক্তব্য নেওয়ার কিছুক্ষণ পর ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদকের ব্যক্তিগত নাম্বারে নলছিটি পৌরসভার প্যানেল মেয়র পলাশ তালুকদার নিজেকে পরিচয় দিয়ে বলেন, কে ভাই? আমার নাম পলাশ। আপনি কিডনাপের শিকার এমন প্রশ্নে বলেন, নতুন বাজার খাবার হোটেলে ভাত খাচ্ছিলাম। এরমধ্যে মিল্টন সহ কয়েকজন আমার বন্ধুবান্ধব এসে অন্যস্থানে গিয়ে চা পান করেছি। কিন্তু কোন ধরণের কারো সাথে ঝামেলা হয়নি বলে মন্তব্য করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর অসংখ্যবার ওই নাম্বারে ডায়াল করা হলেও ফোন রিসিভ করেনি।
মূলত : নগর বিএনপির শীর্ষ নেতা মনিরুজ্জামান ফারুক এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মঞ্জু অপহরণের বিষয় জানতে চেয়ে ছোট মিল্টনের কাছে চাপ প্রয়োগ করেছিলেন। তখন মিল্টন স্বেচ্ছাসেবক দল সভাপতি মঞ্জুকে বলেন, অপহরণের কোন ঘটনার সঙ্গে আমি জড়িত নই। বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের চাপ প্রয়োগের ফলে ছোট মিল্টন নিজেকে রক্ষায় কৌশল করে জিম্মি থাকা অবস্থায় সাবেক প্যানেল মেয়র পলাশ তালুকদারকে দিয়ে এ প্রতিবেদকের কাছে ফোন করে বলা হয় যে- আমার কোন সমস্যা নেই। অবশেষে অপহরণের দেড় ঘন্টা পর মুক্তপণ দিয়ে ছাড়া পেলেন পলাশ তালুকদার।
নলছিটির সাবেক ছাত্রদল নেতা বরিশাল নগরীর রূপাতলী হাউজিংয়ে বসবাসকারী ঠিকাদার জাহিদ হােসেন বলেন, ওই রাতে আমি নতুন বাজার ঘরোয়া হোটেলে কয়েকজন ঠিকাদারের সাথে ঠিকাদারী বিষয় নিয়ে আলাপ করতে ছিলাম। তখন পলাশ আমাকে ফোনে জানায় যে- আমি ঢাকা থেকে আসছি, চা পান করব। এরপর তাকে ঘরোয়া হোটেলে আসতে বলি। এর কিছুক্ষণ পর ছোট মিল্টন লোকজন নিয়ে এসে তাকে তুলে নিয়ে যায়। এরবাইরে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply