বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : মামলা হামলার শিকার, নির্যাতিত ও ত্যাগী নেতাদের ষড়যন্ত্র পূর্বক পদ স্থগিত করে গরু চোর, মাদক কারবারি, মাদকাসক্ত, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আ’লীগের সাথে নির্বাচন করা আ’লীগের দোসরদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে কাশিপুর ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বিগত দুই বছর আগে বরিশাল সদর উপজেলা ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির কাছে লিখিত অভিযোগ দেন ২ নং কাশিপুর ইউনিয়ন বিএনপির পদধারী বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের ৩৮ জন নেতা কর্মী। তাদের দাবি- আ.লীগ ঘরোনার বিতর্কিতদের বাদ দিয়ে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে একটি সুন্দর কর্মীবান্ধব কমিটি গঠনের।
লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে- বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির বিতর্কিত আওয়ামী ঘরানার লোকদের দিয়ে আহ্বায়ক কমিটি কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয়েছেন ইউনিয়নের জনপ্রিয় কর্মী বান্ধব বিএনপি নেতাকর্মীরা।
যেমন- প্রথমে কাল্পনিক ও উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের মাধ্যম সদর উপজেলা বিএনপির সদস্য কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জাহাঙ্গীর হোসেন চান্দুর সদস্য পদ স্থগিত করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহীন। দুই বছর আগে স্থগিত করা সদস্য পদ আজ-অব্দি প্রত্যাহার করা হয়নি। একইভাবে এর কয়েক মাস পরে ষড়যন্ত্রের মাধ্যমে কাশিপুর ইউনিয়ন বিএনপির ত্যাগী নির্যাতিত নিবেদিত অসংখ্য মামলা হামলার শিকার বিএনপির নেতা কাশিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল হক সিকদারের পদ স্থগিত করে সদর উপজেলা বিএনপি। গত রমজান মাসে ঈদুল ফিতরে গরিবের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ উপলক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হন কাশিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমেদ মাঝি ও সদস্য সচিব হুমায়ূন কবির ওয়াসিম। এই দুই নেতার স্বাক্ষরিত রেজুলেশনে সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য ও ৩ জন মহিলা ইউপি সদস্য মোট ১২ জনের মাঝে ভিজিএফ কার্ড বিতরণের পরে পলাতক থাকা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লার নামে ৪’শ কার্ড বরাদ্দ করে।
চেয়ারম্যান এর নামে বরাদ্দকৃত কার্ড ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে পাঠিয়ে নিয়ে নেয় বিএনপির দুই নেতা আলী আহমেদ ও ওয়াসিম। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বেঁকে বসেন। এক পর্যায় কার্ডগুলো উদ্ধার করেন ইউপি সচিব। ঐ দিনই পরিকল্পিতভাবে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন কে পরিষদে ডেকে পুরো ৪০০ কার্ড বুঝিয়ে দেয় পরিষদের সচিব। এরপর আলী আহমেদ, হুমায়ূন কবির ওয়াসিম ও ইউপি সচিব কতিপয় সাংবাদিক পরিষদে ডেকে নিয়ে তাদের কাছে মিথ্যা তথ্য দিয়ে দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল হক সিকদার ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবু তাহের খোকন মুন্সির নামে নাম সর্বস্ব পত্রিকায় শীর্ষ ৩ নেতার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মনগড়া সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশ হওয়ার পর পরই ৩ নেতার পদ স্থগিত করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম মোল্লা। ষড়যন্ত্রের মাধ্যমে সর্বজনপ্রিয় দলের ত্যাগী পরীক্ষিত নির্যাতিত নিবেদিত কর্মী বান্ধব ৪ নেতাকে বাদ দিয়ে সম্প্রতি আওয়ামী লীগ নেতাদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে ৯ টি ওয়ার্ড বিএনপির কমিটি করে ফেসবুকের মাধ্যমে প্রকাশ করে সদস্য সচিব হুমায়ূন কবির ওয়াসিম। এর পরপরই আওয়ামী পুনর্বাসন কমিটির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে গোটা কাশিপুর ইউনিয়নের তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
ঘোষিত কমিটির কোথাও কোনো সদস্য পদেও রাখা হয়নি দলের পরীক্ষিত নির্যাতিত নিবেদিত ত্যাগী মামলা হামলার শিকার কাশিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল হক সিকদার, সাবেক সিনিয়র সহসভাপতি আবু তাহের খোকন মুন্সি, কাজী মো. জাহাঙ্গীর চান্দু (সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি ও সাবেক সভাপতি ইউনিয়ন ছাত্রদল), দেলোয়ার হোসেন হাওলাদার (যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ সভাপতি), রফিকুল ইসলাম দুলাল সভাপতি যুবদল (সাবেক সহসভাপতি ইউনিয়ন বিএনপি), আবুল বাসার জুয়েল (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক), সহিদুল ইসলাম বাবুল (সাবেক সাধারণ সম্পাদক, বিল্ববাড়ী ওয়ার্ড বিএনপি), জাহাঙ্গীর হোসেন সর্দার (সাবেক ওয়ার্ড সভাপতি), জাকির হোসেন (সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি), রাশেদ মাঝি (সাবেক সভাপতি, যুবদল)। এছাড়াও অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা বিগত সময়ে অনেক হামলা-মামলার শিকার হয়ে বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন, তাদের কাউকেই সদস্য পর্যন্ত রাখা হয়নি। এরা স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে প্রশাসন ও তাদের বাহিনী কর্তৃক মামলা হামলার শিকার হয়ে দীর্ঘদিন কারাবাস করেছেন। সাজানো গাড়ি পোড়া মামলা, আলীগের অফিস পোড়ানো মামলা, রাস্তা অবরোধ ও অবৈধ ভোটার বিহীন নির্বাচনে বাঁধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে মামলার শিকার হয়ে মাসের পর মাস নিজের বসত ঘর ত্যাগ করে পালিয়ে পালিয়ে জীবন যাপন করা নেতাকর্মীদের বাদ দিয়ে সদ্য ঘোষিত ইউনিয়নের ৯ টি ওয়ার্ড কমিটিতে আৎলীগ নেতাদের গুরুত্বপূর্ন পদ দিয়ে পুর্নবাসন করে কমিটি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এই ওয়ার্ড কমিটি অনুমোদন দেয় ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আহাম্মদ মাঝি ও শেখ হাসিনা পরিষদের বরিশাল জেলা শাখার সহ সভাপতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির ওয়াসিম। আর এখন যারা কমিটিতে আছেন তাদের কারো বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একটি মামলাও হয়নি বরং তারা ছিল আ.লীগ দলের লোক হিসেবে বহাল তবিয়তে।
বিগত ২০ বছর ধরে বর্তমান আহ্বায়ক আলী আহমেদ মাঝি নানা অপকর্মে লিপ্ত থাকার পরেও আজ-অব্দি বহাল আছেন। বিভিন্ন নারী কেলেঙ্কারি সহ নানা অপকর্মের শক্ত প্রমাণ থাকা সত্ত্বেও তার মেয়ে জামাই মেহেন্দিগঞ্জ উপজেলার আ’লীগের উপজেলা চেয়ারম্যান থাকার সুবাদে গোটা কাশিপুর ইউনিয়নে প্রভাব খাটিয়ে দলীয় নেতাকর্মীদের একপেশে করে রেখেছিলেন এবং যা খুশি তাই করেছিলেন। বিতর্কিত এ কমিটিতে থাকা সদস্য সচিব হুমায়ূন কবির ওয়াসিম বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশির চর গ্রামের বাসিন্দা। তিনি বিগত আওয়ামী সরকার আমলে অবৈধ ও বিতর্কিত অনুষ্ঠিত জাতীয় সংসদ, ইউপি, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করার গুরুতর অভিযোগ রয়েছে। তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদ, বরিশাল জেলা শাখার সহসভাপতি হয়েও অলৌকিক শক্তিতে কাশিপুর ইউনিয়ন বিএনপির ১৬ বছর ধরে সাধারণ সম্পাদক পদে (বর্তমান সদস্য সচিব) বহাল তবিয়তে রয়েছেন। আ’লীগের সাথে তার উঠবস ছিল। এছাড়াও বর্তমান আহ্বায়ক কমিটিতে আ.লীগ ঘরোয়ানা ৪ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এরা হলেন- কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নিবাসী জামাত শিবির ও ইসলামি আন্দোলনের সাবেক নেতা ও বরিশাল জেলা নির্মাণ শ্রমিক লীগের উপদেষ্টা এবং বর্তমান কলসগ্রাম ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী এমদাদ হোসেন, ৩ নং ওয়ার্ড নিবাসী অবৈধ ভোটার বিহীন নির্বাচনে অংশ গ্রহণ করা আওয়ামী দোসর জাকির হোসেন মাঝি, একইভাবে আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত অবৈধ ভোটার বিহীন নির্বাচনে অংশ গ্রহণ করা কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কবির আহমেদ পোষার একমাত্র ছেলে বিল্ববাড়ী ৮ নং ওয়ার্ড নিবাসী সানাউল কবির রেজবী, একইভাবে নির্বাচনে অংশ গ্রহণ করা বিল্ববাড়ী ৯ নং ওয়ার্ড নিবাসী আরিফুর রহমান ফারুক তালুকদার এরা সবাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে আ’লীগের সাথে আঁতাত করে আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তখন তারা নির্বাচনে নিজের প্রচারণার পাশাপাশি আ.লীগ প্রার্থীর পক্ষে সরাসরি নির্বাচনে অংশ নিয়েছিলেন।
এমদাদ কাজী ২০২৪ সালে ১৫ আগস্ট তার বাড়িতে খিচুড়ি রান্না করে বিতরণ করে। ৫ আগস্টের পরে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা পালিয়ে গেলে তার ব্যবসা বাণিজ্য দেখেন এমদাদ কাজী। কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কবির আহমেদ পোষার ছেলে ৮ নং ওয়ার্ড নিবাসী সানাউল কবির রেজবী আ’লীগ নেতা পিতার প্রভাব খাটিয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়ে ঐ দিনই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
আবার তাকেই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক করা হয় এবং সদ্য ঘোষিত বিল্ববাড়ী ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়। রেজবীর বিরুদ্ধে গরু চুরি করে মাজারের বাৎসরিক ওরস মাহফিলে তা ৮০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ রয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। দলীয় পদ ব্যবহার করে রেজবী বর্তমানে এলাকায় মাদক ব্যবসা করে যুব সমাজকে মারাত্মকভাবে ধ্বংস করে দিচ্ছে। রেজবীর বিরুদ্ধে আবেদ আলী শাহর মাজারের টাকা আত্মসাৎ, পুলিশ সদস্য (বর্তমানে কাশিপুর বিল্ববাড়ী গ্রামে অবস্থিত বরিশাল আরআরএফ এ কর্মরত) নুরুল ইসলামের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে ঝামেলা করে ২৪ হাজার টাকা নগদ চাঁদা নেয়। চাঁদা দেয়ার পরেও এখনো সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এছাড়া রেজবী পেশায় একজন চিহ্নিত মাদক কারবারি, সবসময় মাদকাসক্ত থাকেন। রাস্তাঘাটে মানুষের সাথে খারাপ ব্যবহারের কারনে একাধিক বার গণধোলাইয়ের শিকার হন। ৯ নং ওয়ার্ড নিবাসী যুগ্ম আহ্বায়ক বর্তমান ওয়ার্ড সভাপতি আরিফুর রহমান সারাক্ষণ প্রকাশ্যে জুয়া খেলা নিয়ে ব্যস্ত থাকেন। এদের বিরুদ্ধে ডকুমেন্টারি অভিযোগ দিলেও সদর উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা রয়েছেন নীরব। বরং আওয়ামী ঘরানার এসব বিতর্কিত লোকদের পুনর্বাসন মরিয়া সদর উপজেলা ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।
উল্লেখ্য, ঘটনার সময় আবদুল হক সিকদার ও আবু তাহের খোকন মুন্সি ছিলেন না। অপরদিকে সদস্য পদে না থাকা আবু তাহের খোকন মুন্সির পদ স্থগিত করা হয়। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে নানা বিরূপ মন্তব্য রয়েছে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply