বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীতে ডুবে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকালে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী খেয়াঘাটের সিঁড়িতে নামলে পা ফসকে লাইজু আক্তার (২০) নদীতে পড়ে ডুবে প্রাণ হারান।
স্থানীয়রা জানান, স্থানীয় দুলাল বেপারির মেয়ে প্রতিবন্ধী তরুণী লাইজু সকাল সাতটার দিকে সন্ধ্যা নদী পার হয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য শিকারপুর পূর্বপাড় ট্রলার ঘাটে আসেন। এ সময় ঘাটের সিঁড়িতে নামলে পা ফসকে তিনি নদীতে পড়ে ডুবে যায়। সকাল ১০টার দিকে খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে লাইজুর মরদেহ উদ্ধার করে। দেহেরগতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply