বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : বরিশাল নগরীর বিভিন্নস্থানে মঙ্গলবার (২ মে) নাগরিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিটি নির্বাচনে নৌকার মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। সকালে বরিশাল জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবন ও চকবাজার এলাকার ব্যবসায়ীদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন খোকন সেরনিয়াবাত। নাগরিকদের সাথে মতবিনিময়কালে নৌকার প্রার্থী নগরবাসীর সার্বিক খোঁজ খবর নেন। নির্বাচিত হলে তিনি নগর উন্নয়নে সকলের সহায়তা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহজাহান হাওলাদার, বরিশাল কলেজের সাবেক ভিপি ফরহাদ বিন আলম জাকির, যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক ছাত্রনেতা অসীম দেওয়ান, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক গাজী শুভ, মহানগর যুবলীগের সদস্য আনোয়ার হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভিপি মঈন তুষার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এমরাজ হোসেন প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply