বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : ঐতিহ্যবাহী বরিশাল সিটি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো: মশিউর রহমান খান এর সাথে সুধিজন, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিটি কলেজের গর্ভনিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পূর্বে বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক প্রদান করেন তিনি।
এরআগে চলতি বছরের ৪ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরিশালের কৃতি সন্তান মশিউর রহমান খানকে গভর্নিং বডির সভাপতি মনোনীত করা হয়।
বিশিষ্ট রাজনীতিবিদ মশিউর রহমান খান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ লালন ও ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় রাজনীতি করে আসছি। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমি কাজ করে চলছি।
বরিশাল সিটি কলেজ প্রসঙ্গে তিনি বলেন, সিটি কলেজে আমার উপর অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা নিয়ে এগুতে চাই।
বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে জননন্দিত মেয়র হিসেবে আখ্যায়িত করে রাজনীতিবিদ মশিউর রহমান খান বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সাংগঠনিক কার্যক্রম এবং জনগণের সঙ্গে তার গভীরভাবে সম্পূক্ততায়-ই প্রমাণ করে তিনি জননন্দিত মেয়র হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে বরিশাল নগরীতে কোন ধরণের টেন্ডারবাজী, সন্ত্রাসী কর্মকাণ্ড, অশান্ত কিংবা নৈরাজ্যকর পরিস্থিতি নেই। এই শান্ত পরিবেশ বিরাজমান থাকার বিষয়ে সিটি মেয়রের ব্যাপক প্রশংসা করেন মশিউর রহমান খান।
বলাবাহুল্য, মশিউর রহমান খান বরিশাল সদর আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
উল্লেখ্য, এরআগে বরিশাল সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন প্রয়াত সিটি মেয়র এ্যাড. শওকত হোসেন হিরণ, সাবেক সাংসদ জেবু্ন্নেছা আফরোজ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply