বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে এবার লড়বেন সাংবাদিক আসাদুজ্জামান। রোববার (৭ মে) দুপুরে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এরআগে বরিশাল জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, এমনকি স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়ে মাঠও সরগরম করে তুলেছিলেন। কিন্তু তখন ক্ষমতাসীনদের বিশেষ একটি মহলের চাপে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হন।
সাংবাদিক আসাদুজ্জামান মেহেন্দিগঞ্জের সন্তান। বর্তমানে এই প্রতিদ্বন্দ্বী শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার। এবং তিনি নগরীর আগরপুর রোডে বসবাস করছেন।
বলাবাহুল্য : দুই যুগের অধিক সময় ধরে তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত সাংবাদিক আসাদ।
মেয়র প্রার্থী সাংবাদিক আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, তৃণমূল মানুষের সেবা নিশ্চিতের জন্য মেয়র পদটি আমার কাছে উত্তম বলে মনে হয়। বরিশাল শহরের বর্ধিত এলাকাগুলোর সকল সমস্যা সমাধান করে শহরকে শান্তির নিবাস হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ। আমি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বো। কোন অপশক্তি আমাকে পিছু হটাতে পারবে না।
উল্লেখ্য- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ১২ জুন। ১৬ মে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। ১৮ মে বাছাই, ১৯ থেকে ২১ মে বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ মে আপিল নিষ্পত্তি, ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৬ মে প্রতীক বরাদ্দ করা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। বরিশাল সিটিতে বর্তমানে মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply