বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, সুমন দাস, বরিশাল : আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। আর এই নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে বরিশালের রাজনীতির মাঠ। গোয়েন্দা সূত্রসহ বিভিন্ন সূত্রের ভাষ্য, আসন্ন সিটি নির্বাচনে ৩০টি ওয়ার্ডে মোট ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ২৭টি এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮৮টি। তবে বাকি ১১টি কেন্দ্রে ঝুঁকি নেই।
ভোটগ্রহণের আনুষঙ্গিক কার্যক্রম গুছিয়ে নিচ্ছে প্রশাসনসহ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা দপ্তরগুলো। এরই মধ্যে ভোটকেন্দ্র ও কক্ষের সংখ্যা চূড়ান্ত করেছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
এবারের সিটি নির্বাচনে পারিপার্শ্বিক দিক বিবেচনা করে ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়তন ও ভোটারদের সংখ্যার ওপর ভিত্তি করে ওয়ার্ড প্রতি তিন থেকে ছয়টি ভোটকেন্দ্র থাকবে। আর মোট কেন্দ্র মিলিয়ে ভোটকক্ষ থাকবে ৮৯৪টি।
তবে বরিশাল সিটি নির্বাচনে অস্থায়ী কোনো কেন্দ্র থাকছে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মিডিয়া সমন্বয়ক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তবে প্রয়োজনে ভোটকক্ষ বাড়ানোর কথাও জানান তিনি।
বরিশাল সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান জানান, ‘সাধারণ কেন্দ্রগুলোর থেকে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলোতে।
সামনে নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে সভা রয়েছে জানিয়ে তিনি বলেন, সকল কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবেন। আর সভায় নেওয়া সিদ্ধান্ত মোতাবেক জানানো হবে, কোন ধরনের ভোটকেন্দ্রে ঠিক কতজন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। ’
ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় অধিক গুরুত্বারোপ করার কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply