বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : সড়ক দুর্ঘটনায় বরিশালের সাংবাদিক মাসুদ রানা (৩৮)নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভােরে শরীয়তপুর জেলার জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
নিহত সাংবাদিক মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন।
মাসুদ রানা সাংবাদিকতার পাশাপাশি ফ্রিল্যান্সিং ও প্রাইভেট পড়াতো।
তিনি বছর পাঁচেক আগে মালা রাখাইনকে ভালোবেসে বিয়ে করেন। স্ত্রী মালাকে স্বাবলম্বী করতে চাকরি ও ব্যবসার প্রতি উৎসাহ দিতেন। পরে তারা একটি রেস্টুরেন্ট দেন। প্রতিদিন ভোরে উঠেই মালা রেস্টুরেন্টের দেখভালের জন্য যেতেন। কিন্তু মালা আজ ভোরে আর রেস্টুরেন্টে যাননি। গাড়ি নিয়ে শরীয়তপুরের জাজিরায় যাচ্ছেন স্বামী মাসুদ রানার লাশ আনতে। যাওয়ার পথে বার বার মুর্ছা যাচ্ছেন মালা। একটি দুর্ঘটনা শেষ করে দিয়েছে তার সাজানো সংসার।
ভােরে জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে গতিনিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয়জন নিহত হয়।
নিহতরা হলেন- জাহানারা বেগম (৫৫), লুৎফুন্নাহার লিমা (৩০), তাদের স্বজন ফজলে রাব্বী (২৮) এবং চালক রবিউল, তার সহকারী জিলানী (২৮) ও সাংবাদিক মাসুদ রানা (২৮)।
দুর্ঘটনায় মারা যাওয়া অন্য পাঁচজনের মধ্যে নূরজাহান বেগমের উন্নত চিকিৎসার জন্য তিনিও গিয়েছিল।
নূরজাহানের স্বজন ইয়াসিন মল্লিক বলেন, নূরজাহান বেগম আমার ভাবি। আমার ভাই লতিফ মল্লিক আমেরিকা প্রবাসী। এই ঘরে তার একটি মেয়ে লুৎফুন্নাহার লিমা। সেও দুর্ঘটনায় মারা গেছে। এছাড়া মারা যাওয়া ফজলে রাব্বী হলো আমার মামাতো ভাইয়ের ছেলে। সাংবাদিক মাসুদ রানা হলেন লুৎফুন্নাহার লিমার শিক্ষক ছিলেন।
ইয়াসিন জানান, আমরা এখনও মরদেহ বুঝে পায়নি। মরদেহ বুঝে পেলে গ্রামের বাড়ি বাউফলের কারখানা গ্রামে নিয়ে যাবো। আর ফজলে রাব্বীর মরদেহ দশমিনায় নিয়ে যাবো।
নূরজাহান বেগম দুইমাস ধরে অসুস্থ ছিলেন। এজন্য তারা বরিশালের কলেজ অ্যাভিনিউ লতিফ ম্যানশনে নিজের বাসায় ছিলেন। ১৬ জানুয়ারি রাত ১১টার দিকে নূরজাহান অসুস্থ হয়ে পড়লে বরিশালের কেএমসি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় রেফার করলে রাত ১টার দিকে লতিফ ম্যানশনের সামনে থেকে যাত্রা করেন বলে জানান ওই ম্যানশনের একটি মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply