বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের বরিশাল কমিটি গঠন করা হয়েছে। সমির কুমার দাসকে আহবায়ক এবং পলাশ দেবনাথ কালুকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্র। কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্পনা রায় দাস, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু ও সাংগঠনিক সম্পাদক জয়দেব জয় স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।
কমিটিতে এ্যাড সিদ্ধার্থ চক্রবর্তীকে সিনিয়র যুগ্ম আহবায়ক, এ্যাড. তমাল বিশ্বাস, মলয় কর্মকার, আলক বসু, গোবিন্দ সরকার, মিলন কান্তি বিশ্বাস, শ্রী কান্ত হালদার, নির্মল কবিরাজ, বিশ্বজিৎ চন্দ্র দাস, সুজন রায়, জীবন সাহা, কমল মুখার্জী, সুব্রত রায় শুভ, পিওলাল সাহা, তপন সাহা, বিশ্বজিৎ শীল, নিখিল চন্দ্র শীল, রাজীব হালদার, কাব্য হালদার, শুভাশীল শীল, অমিত বসু, লিটন কুমার দাস, তন্ময় বসু, দিবস দেবনাথ, বিক্রম জিৎ দে, অমিত কর্মকার তাপসকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply