বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, ইউসুফ আলম সেন্টু, বাউফল : পটুয়াখালী বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের মৈষাদি গ্রামে একরাতে একই বাড়ির দুই কৃষকের ৬ টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ভুক্তোভোগী কৃষকরা।
জানা গেছে, ওই গ্রামের মো. আফজাল মৃধা (৫০) ও মোঃ মানিক মৃধা(৪৫) নামের দুই কৃষক দুধেল ও বলদ গরু লালন পালন করে আসছেন। সোমবার দিবাগত রাতে মানিক মৃধার চাচা মতি মৃধা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হলে একটি গরুর বাচ্ছুর খোলা অবস্থায় দেখতে পায়। পরে মানিক মৃধার গোয়াল ঘরে থাকা ২ টি গরু ও ঘরের বাহিরে বেঁধে রাখা আফজাল মৃধার ৪ টি গরু না দেখে গরু চোরে নিয়ে গেছে বলে ডাকচিৎকার দেন। পরে আফজাল মৃধা ও মানিক মৃধা দেখেন তাদের দুজনের ৬ টি গরু নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র।
বাউফল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply