বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর,মনিরুল ইসলাম শাহিন,বাউফল/বরিশাল : পটুয়াখালীর বাউফল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নতুন যোগদান করলেন এটিএম আরিচুল হক। তিনি এরআগে সততার সঙ্গে পিরোজপুরে কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব পালন করেছেন। এরওআগে তিনি নাসিরনগর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, এরআগে বাউফল থানার ওসি ছিলেন আল মামুন। তাঁকে অন্যত্র বদলী করা হয়েছে।
কয়েক বছর ধরে বাউফলের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বাউফলের সর্বত্র অপরাধ প্রবণতা বেড়েছে। বাউফল পৌরসভা থেকে শুরু করে ১৪টি ইউনিয়নে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, খুন, মাদক বাণিজ্যে, কিশোর গ্যাংয়ের উত্থান হয়েছে। বিশেষ করে খোদ ক্ষমতাসীন দলের মধ্যকার বিভাজনে বিভিন্ন সময়ে অপ্রতিকর ঘটনার জন্ম দিয়েছে। এরকম মুহূর্তে এই পুলিশ কর্মকর্তা বাউফল থানায় যোগদান করার পর অপরাধ ও অপরাধীচক্র নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
যদিও বাউফল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এটিএম আরিচুল হক যোগদান করায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকেঁ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সচেতন মহল বলছেন, বাউফলের অপরাধ সাম্রাজ্য গুড়িয়ে দিতে নবাগত ওসি সাহসকিতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা রেখে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করে সাধারন মানুষের মনের মনি কোঠায় ঠাঁই করে নিতে পারেন। এরকমই প্রত্যাশা করেছেন বাউফলের অভিজ্ঞ ও সচেতন মহল।
নবাগত ওসি এটিএম আরিচুল হক ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি এখানে সদ্য যোগদান করেছি। সকল শ্রেনী পেশার মানুষের সমন্বয়ে দায়িত্বশীলতার সঙ্গে অপরাধের মূলোৎপাটনে কাজ করে যাব। আমাদের অবস্থান কঠোর; অপরাধীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে অপরাধী যে-ই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। নবাগত ওসি আরো বলেন, সাংবাদিক পুলিশ একে অপরের পরিপূরক। আমরা একে অপরের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিলে সমাজের যে কোন অসংগতি দূর করা সম্ভব।
বলাবাহুল্য : পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে ১৭ মার্চ (২০২৩) আয়োজিত আনন্দ র্যালীতে সাংসদ আ.স.ম ফিরোজ অনুসারীরা হামলা চালায়। বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারকে হামলাকারীরা কুপিয়ে জখম করে। এ ঘটনার পর বাউফলে থমথমে পরিবেশ বিরাজ করে আসছিল। অভিযোগ উঠে- প্রশাসনের দায়িয়ত্বহীনতার কারণেই উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম করা হয়। পুলিশের সামনেই এহেন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর উপজেলা চেয়ারম্যান সমর্থকরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে। এর কয়েকদিনের মাথায় ওসি আল মামুনকে অন্যত্র বদলী করা হয়েছে।
এদিকে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাউফল থানায় ওসি মোস্তাফিজুর রহমান যোগদান করেন।২০২১ সালের মার্চ মাসে তাঁকে বাউফল থানা থেকে বদলি করা হয়। দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলাসহ একাধিক মামলার আসামিদের সাথে সেলফি তুলে তা বিভিন্ন পত্রিকার শিরোনাম হয়েছিলেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। এরইপরিপেক্ষিতে মোস্তাফিজকে ক্লোজ করা হয়েছিল। এরপর একই বছরের মার্চ মাসে আল মামুন ওসি হিসেবে যোগদান করেন। সর্বশেষ চলতি বছরের ৩১ মার্চ বাউফল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন এটিএম আরিচুল হক।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply