বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাউফল : বাউফলের চন্দ্রপাড়া গ্রামের বরখাস্তকৃত গ্রাম পুলিশ (চৌকিদার) মোঃ মমিন খানের বিরুদ্ধে এবার চাকরি দেওয়ার কথা বলে দুই লাখ বিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে হাসান নামের এক যুবক বাউফল থানার উপজেলা নির্বাহী অফিসার ও পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় ওয়াহেদ হাওলাদারের ছেলে হাসানের নিকট থেকে চাকুরীর লোভ দেখিয়ে ২ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় মমিন চৌকিদার। চাকরি না হওয়ায় দিনের পর দিন অভাব অনটনের সাথে লড়াই করে চলছে হাসান। বর্তমানে গার্মেন্টসে কাজ করে পরিবারের খরচ চালাচ্ছে।
বিগত ২০১৪ সালে স্থানীয় কালাম মুন্সিকে চাঁদার দাবিতে মারধর করলে তৎকালীন ইউএনও এই মমিন খানকে সাময়িক দরখাস্ত করেন।
স্থানীয় কালাম মেম্বারকে চাঁদার দাবিতে নির্যাতন, ফাতেমা নামের নারীকে চাঁদার দাবিতে হামলা করলে তৎকালীন ইউএনও তাকে সাময়িক বরখাস্ত করেন। স্থানীয় সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম শাহীনকে চাঁদার দাবিতে হামলা করলে মমিন খান সহ ৩১ জনের বিরুদ্ধে ৩৮৫ ৩২৬ ৩০৭ ৩২৩ ৩২৪ ৩২৫ ৩৭৯ ৩৮০ ৫০৬ ধারায় চার্জশিট দাখিল হয়।অতিরিক্ত জেলা জজ আদালতে বর্তমানে মামলাটি বিচারাধীন আছে। এ মামলায় বাউফল থানার ইউএনও বর্তমানে ৭ নভেম্বর (২০২৩) মমিন খান কে বরখাস্ত করেন।
এলাকার জনগণের প্রশ্ন একজন সন্ত্রাসী চাঁদাবাজ চৌকিদারকে তিনবার বরখাস্ত করা হলো, তাহলে এখনো সে কিভাবে চাকরি করে? দিনের পর দিন এলাকার মানুষ এই মমিন খানের অত্যাচারে অতিষ্ঠ। এলাকার মানুষের দাবি- এই মমিন খানকে আইনের আওতায় এনে তাকে পূর্ণাঙ্গ বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply