বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ :
পটুয়াখালীর বাউফল উপজেলায় কালিশুরি ইউনিয়নের রাজাপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের (একাংশের) যৌথ উদ্যোগে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। (২১ জুন ২০২৩ খৃ.) বুধবার বিকাল ৫ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২ বাউফল আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, পটুয়াখালী জেলার একমাত্র বীর উত্তম, মরহুম শামসুল আলম তালুকদারের সন্তান হাসীব আলম তালুকদার। সভাপতিত্ব করেন কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম হিরন।
যৌথ কর্মী সভায় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নে তোরণ, ব্যানার আর ফেস্টুন লাগিয়ে নেতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরেছেন।
কর্মী সভা শুরুর পূর্ব থেকেই অনুষ্ঠানস্থল কর্মী সভা সফল করার লক্ষে পৃথক পৃথক মিছিলে নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোমিন খান, কালিশুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক সজল, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মিরন, কালিশুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাইসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আগামী ১ জুলাই বাউফলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম তালুকদারের জ্যেষ্ঠ পুত্র হাসিব আলম তালুকদারকে শিটকা মহাসিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের (একাংশের) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিশেষ অব্যর্থনা দেয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply