বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাউফল : পটুয়াখালীর বাউফলে আদালতের আদেশ অবমাননা মামলায় বিউটি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ছোট ডালিমা নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাউফল থানার এসআই নাসিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ফজলুল হক শিকদারের মেয়ে বিউটি। তার স্বামীর নাম শফি।
বলাবাহুল্য, বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়ায় নানা অপকর্মের হোতা মমিন চৌকিদার ওরফে মমিন খানের ফুফাতো বোন বিউটি বেগম।
উল্লেখ্য, এই মামলায় মোট ৫ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামির মধ্যে বিউটি বেগমকে গ্রেপ্তার করা হলেও বাকী ৪ জন এখনও পলাতক রয়েছেন। মামুন শিকদার, আবুল শিকদার সহ অন্যান্যরা। এলাকায় এদের বিরুদ্ধে রয়েছে অন্তহীন অভিযোগ। এরা মমিন খানের শেল্টারে একের পর এক অপকর্মের জন্ম দিয়ে বিতর্কের সৃষ্টি করছে। আইন কানুনকে তোয়াক্কা করছে না তারা।
বাউফল থানা পুলিশ বলছে, বাকী ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply