বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
মনিরুল ইসলাম শাহিন, বাউফল, ইউনিভার্সেল নিউজ : পটুয়াখালীর-২ আসন বাউফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসম ফিরোজের পক্ষে এবার মাঠে নামলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা নৌকায় ভোট চেয়ে বগা বন্দরে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন। এরআগে মোতালেব হাওলাদার বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ এর রাজনীতির বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়। রাজনৈতিক অঙ্গনে পরস্পর বিরোধী বক্তব্যের জোরেশারে চাউর ঘটে। পাল্টাপাল্টি কর্মসূচী পালনে উত্তপ্ত হয়ে উঠে এখানকার রাজনীতির মাঠ। জন্ম দেয় নানা অঘটনের।
এছাড়া আসম ফিরোজের রাজনীতির বাইরে অবস্থান নেন বাউফলের পৌরমেয়র জিয়াউল হক জুয়েল।
জাতীয় সংসদ নির্বাচনে বাউফলে আসম ফিরোজের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছিলেন ব্যবসায়ী হাসিব আলম তালুকদার। শেষ পর্যন্ত অদৃশ্য কারনে মাঠ ছেড়ে লাপাত্তা হয়ে যান হাকডাক করে এমপি প্রার্থী বনে যাওয়া হাসিব তালুকদার। এরফলে ব্যবসায়ী হাসিবের পক্ষে মাঠে নামা আ’লীগের কর্মীরা অনেকটা হতাশ হয়ে পড়েন।
এদিকে, নৌকার গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চলমান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয়লাভ সুনিশ্চিত করার লক্ষ্যে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তালুকদার মোঃ জাহাঙ্গীর, বগা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দিলীপ কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান সিকদার, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হানিফ খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক যতীন সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অরবিন্দু দাস সহ গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply