বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম, বাউফল : পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলো ইন্দ্রকুল এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে মো. মারুফ (১৫) এবং একই এলাকার মিরাজ মোস্তফা আনসারীর ছেলে মো. নাফিস (১৫)। তারা দু’জনই ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল গ্রামের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।
কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারন মানুষ
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাউফলের বিভিন্ন ইউনিয়নে কিশোর গ্যাং বাহিনী উত্থান ঘটে একের পর এক অপরাধ করে আসছে। বাউফলের সূর্যমনি, ইন্দ্রকূল ও আশপাশ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারন মানুষ।এলাকায় ছিনতাই, মাদক বাণিজ্য, ইভটিজিং,সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধের জন্ম দিচ্ছে কিশোর গ্যাং। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাওয়া আসার পথে এই বাহিনী নানাভাবে হেনস্থা করে আসছে। কখনো কখনো শিক্ষার্থীদের নির্যাতনও করা হয়। এরফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মাঝে স্ব স্ব প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে আতঙ্ক বিরাজ করছে। এদের ভয়ে এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষ মুখ খুলতে পারছে না।
ছিনতাইকারী থেকে ভয়ংকর খুনি হয়ে উঠছে
সচেতন মহল বলছেন, ছোট ছোট অপরাধ থেকে শুরু করে কিশোর গ্যাং সদস্যরা জড়িয়ে পড়ছে বড় অপরাধে। কেউ কেউ ছিনতাইকারী থেকে ভয়ংকর খুনি হয়ে উঠছে। এদের কাজে লাগিয়ে রাজনৈতিক দলের এক শ্রেণির নেতা ফায়দা হাসিল করছেন। এ কারণে বন্ধ হচ্ছে না গ্যাং কালচার। এক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারী বাড়ানো দরকার বলে মনে করছেন অভিজ্ঞমহল।
স্থানীয় সূত্রগুলো জানায়, একই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে বিরোধের জের ধরে বিকেলে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে স্কুলের সামনেই নাফিস ও মারুফকে এলোপাথারীভাবে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা ছুরিকাঘাতে গুরুতর আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় দু’জনই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’
দুইজন শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের হামলায় নিহতের ঘটনায় পরিবার, স্বজন ও সহপাঠিদের মাঝে শোকের মাতম বইছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply