বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম, বাউফল : পটুয়াখালীর বাউফলে দুই ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) ভোরে বোরহানউদ্দিন উপজেলার চর থেকে একজনকে এবং বাউফল উপজেলার ইন্দ্রকুল এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্য ইন্দ্রকুল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
গত বুধবার বিকেলে বাউফল উপজেলার ইন্দ্রকুল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাফিজ মোস্তফা আনসারী (১৫) ও মারুফ হোসেনকে (১৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিহতরা হলো ইন্দ্রকুল এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে মো. মারুফ (১৫) এবং একই এলাকার মিরাজ মোস্তফা আনসারীর ছেলে মো. নাফিস (১৫)। এ ঘটনায় নিহত নাফিজের মা মোসা. নার্গিস বেগম বাদী হয়ে ৬ কিশোরের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া মামলায় তিন কিশোরকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাউফলের বিভিন্ন ইউনিয়নে কিশোর গ্যাং বাহিনীর উত্থান ঘটে একের পর এক অপরাধ করে আসছে। বাউফলের সূর্যমনি, ইন্দ্রকূল ও আশপাশ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারন মানুষ।এলাকায় ছিনতাই, মাদক বাণিজ্য, ইভটিজিং,সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধের জন্ম দিচ্ছে কিশোর গ্যাং। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাওয়া আসার পথে এই বাহিনী নানাভাবে হেনস্থা করে আসছে। কখনো কখনো শিক্ষার্থীদের নির্যাতনও করা হয়। এরফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মাঝে স্ব স্ব প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে আতঙ্ক বিরাজ করছে। এদের ভয়ে এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষ মুখ খুলতে পারছে না।
সচেতন মহল বলছেন, ছোট ছোট অপরাধ থেকে শুরু করে কিশোর গ্যাং সদস্যরা জড়িয়ে পড়ছে বড় অপরাধে। কেউ কেউ ছিনতাইকারী থেকে ভয়ংকর খুনি হয়ে উঠছে। এদের কাজে লাগিয়ে রাজনৈতিক দলের এক শ্রেণির নেতা ফায়দা হাসিল করছেন। এ কারণে বন্ধ হচ্ছে না গ্যাং কালচার। এক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারী বাড়ানো দরকার বলে মনে করছেন অভিজ্ঞমহল।
একই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে বিরোধের জের ধরে বুধবার বিকেলে (২২ মার্চ) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একই বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ, মারুফ, এনামুল ও সিয়ামের ওপর হামলা চালায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে মারুফ, সিয়াম ও নাফিজকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মারুফ ও নাফিজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত সাড়ে ৭ টায় কতর্ব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, হত্যা মামলায় দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এরা এজাহারভুক্ত আসামি। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply