বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাউফল : পটুয়াখালী বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের গুলবাগ এলাকার ফরাজি বাড়ির দুই ঘরে দুর্বৃত্তরা চেতনা নাশক ঔষধ দিয়ে চার জন মহিলা ও এক জন পুরুষসহ পাঁচ জনকে অচেতন করে নগদ টাকাসহ ৭-৮ ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে।
ওই বাড়ির গৃহিণী দিলরুবা আক্তার জানান, ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। এর পরের দিন (শুক্রবার ২৬ মে) সকাল সাড়ে ৯টায় তার ঘুম ভাঙ্গলে নিজেকে হাসপাতে দেখতে পান। অন্য চার জন তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন,‘খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে বা চেতনানাশক স্প্রে ছিটিয়ে তাদেরকে অচেতন করা হয়।’
এদের মধ্যে বজলুর রহমান ফরাজী, হাবিবা আক্তারও মিনারা বেগমকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিলরুবা আক্তার ও মেহেরুননেছা বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিম আরিচুল হক বলেন,‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply