বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
বাউফল প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মামুন খান (৪৫) কে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। অভিযোগ উঠে, তাঁর চাচাতো ভাই উপজেলা কৃষক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ওরফে ফয়সাল খানের নেতৃত্বে তাঁকে কুপিয়ে জখম করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে পৌর শহরের হাচন দালাল মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে এহেন ঘটনা ঘটেছে। আহত মামুন খানকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মামুন খানের এর ভাষ্য, পারিবারিক বিরোধের জের ধরে তাঁর ওপর বর্বর হামলা চালিয়ে জখম করেছে।
প্রতক্ষ্যদর্শীসহ বিভিন্ন সূত্রগুলো বলছে, বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন খান বৃহস্পতিবার সোয়া ১টার দিকে উপজেলা ও পৌর যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন। তিনি কৃষি ব্যাংকের সামনে পৌঁছালে তাঁর আপন চাচাতো ভাই ও উপজেলা কৃষক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ওরফে ফয়সাল খানের নেতৃত্বে ৩-৪ জন লোক ধারালো চাপাতি দিয়ে তাঁকে মাথায়, পিঠে, পেটে ও কোমড়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় কয়েক ব্যক্তি তাঁকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বাউফল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন,‘ মামুন খানের মাথার আঘাত গুরুতর। হাঁড় কেটে ভিতরে ডুকে মগজ বেড় হয়ে গেছে। তাঁর অবস্থা আশংকাজনক।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মামুন খান উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহামুদ ফিরোজের বাসভবন থেকে বের হয়ে রাস্তায় আসার সাথে সাথেই ফয়সাল খান তাঁর হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন। তখন মামুন খান ডাকচিৎকার দিলেও আশপাশের কোন লোক তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেনি। মামুন খানকে কোপানো শেষে হামলাকারী ফয়সাল ও তাঁর তিন সহযোগি বীর দর্পে চলে যায়।
এ ব্যাপারে কৃষক দলের আহবায়ক ফয়সাল খান এর মোবাইল ফোনে কল দেয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ খবর পাওয়ার সাথে সাথে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply