বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম, বাউফল : বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন যুবদল নেতা মরহুম এলমাস সরদারের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার পৌছে দেন জাতীয়তাবাদী সামাজিক সাংষ্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাইয়ুম।
কবর জিয়ারত শেষে আব্দুল কাইয়ুম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বাংলাদেশকে সরকারের দুঃ শাসন থেকে মুক্ত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কেন্দ্র থেকে তৃণমূল সুচারুভাবে মনিটরিং করছেন। নেতা-কর্মীদের শ্রম ঘাম ত্যাগের মূল্যায়ন বিএনপি করবে ইনশাল্লাহ। আপানাদের স্বজন হারিয়েছেন আমরাও আামাদের সহযোদ্ধা জিয়া পরিবারের একজন সদস্য হারিয়েছি।মরহুম এলমাস সরদার দেশপ্রেমিক জাতীয়তাবাদী শহীদ জিয়ার আদর্শের সৈনিক ছিলেন। চলমান গণতন্ত্র পুনরূদ্ধার আন্দলনে সাহসিকতার সাথে সক্রিয়তা ভূমিকা রেখেছে।উল্লেখ্য, গত বছরের ২৭ আগষ্ট দলীয় কাজে পটুয়াখালী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রান হারান এলমাস সরদার।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply