বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল : বাউফলে বিদ্যুতের জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। এ যেনো দেখার কেউ নেই। এক্ষেত্রে অভিযোগের তীর জুনিয়র ইঞ্জিনিয়ার আজম খানের দিকে। বিদ্যুত নিয়ে এহেন টালবাহানার জন্য আজম খান দায়ী বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের ভাষ্য, জুনিয়র ইঞ্জিনিয়ার আজম খান একাই জুনিয়র ইঞ্জিনিয়ার ও ডিজিএম বনে গেছেন। সরজমিনে শ’শ গ্রাহকের সাক্ষাতকারে উঠে আসে-প্রতিদিন এক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ দিয়ে তিন ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখে। এই প্রচণ্ড গরমের মধ্যে হাহাকার করছে বিদ্যুতের জন্য।
গ্রাহকরা রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে বাগানে বিছানা পেতে শুয়ে থাকে। কেউ শুয়ে থাকে পুকুর পাড়ে কেউ শুয়ে থাকে রাস্তায়। দিনের পর দিন মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। অথচ বিদ্যুৎ বিল আসছে কল্পনা অতিরিক্ত। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কোন ব্যবস্থা হচ্ছে না বাউফলের বিদ্যুতের।
তাই এ অবস্থার অবস্থার জন্য বাউফলের পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার আজম খান দায়ী। আজম খান বাউফলে যোগদান করার পর থেকে এ ধরনের সমস্যা হচ্ছে। এই আজম খানকে দ্রুত এই স্থান থেকে ক্লোজ করার আবেদন করেছে স্থানীয় জনগণ।
বাউফল থানার ডিজিএম এর সাথে যোগাযোগ করলে সেই মোবাইল ফোন ধরেন জুনিয়র ইঞ্জিনিয়ার আজম খান। তিনি বলেন, এভাবেই বিদ্যুৎ সরবরাহ হবে পারলে কিছু লিখেন। এ ধরনের হুমকি দিয়ে মোবাইল ফোন রেখে দেন। এতে ষ্পষ্ট তিনি দুটি পদে চাকরি করছেন। একটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার অন্যটি হলো ডিজিএম। তাই বাউফলের মানুষের পল্লী বিদ্যুতের চরম দুর্ভোগের সমাধান চাচ্ছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply