বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আবারো অনশনে বসেছেন শিমলা আক্তার (২৪) নামের তরুণী। গোলদার বাড়ির ইদ্রিস গোলদারের বসত ঘরের সামনে শুক্রবার (৪ আগস্ট) সকাল থেকে অবস্থান নিয়ে তরুণী অনশন করছেন। স্থানীয় ইদ্রিস গোলদারের পুত্র প্রেমিক তুহিন গোলদার (৩০) এর সাথে বিয়ের দাবিতে শিলমা আক্তার নামের এই তরুণী অনশন করছেন। এরআগেও একবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। আলোচনা করে বিয়ের ব্যবস্থা করা হবে এমন আশ্বাস দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে নিজ বাড়ি পাঠিয়ে দেন।
প্রেমিক তুহিন পৌর শহরের ডিজিটাল ডায়াগনস্টিকের পরিচালক। অপরদিকে তরুণী শিমলা আক্তার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের আব্দুল বশার গাজীর মেয়ে। উপজেলার কালিশুরী নিউ লাইফ কেয়ারের স্টাফ নার্স হিসেবে কর্মরত তরুণী শিমলা।
বছরখানেক আগে মধ্যকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তরুণীর কর্মস্থলে রাতযাপনও করতেন। প্রেমিক তুহিনের বাড়িতেও নিয়ে আসতেন।
অভিযোগ উঠেছে, বিয়ের আশ্বাস দিয়ে তার সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে প্রেমিক। প্রেমিক তুহিন ডায়াগনস্টিক ব্যবসা শুরু করতে তার কাছ থেকে ৩ লাখ নিয়েছেন।
শুক্রবার সন্ধ্যার তাকে (তরুণী) প্রেমিক তুহিন তাদের বাড়িতে নিয়ে আসেন। গোপন অভিসারে মিলিত হন। এ বিষয়টি তুহিনের পরিবারের লোকজনের চোখে পড়লে ভোল্ট পাল্টে ফেলে তুহিন। এরপর তুহিন মারধর করে তাকে বাসা থেকে বের করে দেয় । পরবর্তীতে তুহিন ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। তালাবদ্ধ বাড়ির সামনে অবস্থান নেন তরুণী।
অনশনরত তরুণীর ভাষ্য, ‘বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে অনেক সময় কাটিয়েছে তুহিন।
থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply