বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ( ভার্চুয়াল) শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
এসময় আশ্রয়নের ঘর বিতরণের প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ নুর কুতুবুল আলম।
উপস্থিত ছিলেন-বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম শাহিন প্রমুখ।
উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষে বাউফলে ২১৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply