বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাউফল : পটুয়াখালীর বাউফলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগে মোঃ হুমায়ুন কবির (৪৫) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে নিষিদ্ধ মাছ বিক্রির সময় তিন মাছ ব্যবসায়িকে আটক করে জরিমানার আওতায় নেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী’র উপস্থিতিতে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয়। এরপর আসামি ছিনিয়ে নেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে আটক করতে সক্ষম হয় পুলিশ । আটককৃত মোঃ হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবপুর গ্রামের নবী আলী সরদারের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ইউএনও মোঃ বশির গাজী জানান, চলমান ইলিশ সংরক্ষন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন। একইভাবে শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজার পরিদর্শনে যান। এ সময় তিন মাছ ব্যবসায়ির কাছে নিষিদ্ধ ইলিশ ও সামুদ্রিক মাছ পাওয়া গেলে তাদের মাছ আটক করা হয়। এবং তাদের জরিমানার আওতায় নেয়া হয়। এ সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি নেতার মতো আবির্ভূত হয়ে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এবং মাছ ও আসামিদের সরিয়ে দেন। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত মাছ ব্যবসায়িদের আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার থানা হেফাজতে রেখে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply