বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহীন/আনিচুর রহমান, বাউফল : পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় পৃথকভাবে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদ্বয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ৮টায় বঙ্গবন্ধু‘র মুর্যালে পুষ্পস্তবক অপর্ন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার , উপজেলা নিবার্হী কর্মকর্তা বশির গাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী হাসিব আলম তালুকদার, , বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগের বিভিন্ন সহযোগি ও অঙ্গ সংগঠন, প্রেসক্লাব বাউফল এবং সরকারি, বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত শোকসভায় স্বনামধন্য উপজেলা নির্বাহী অফিসার বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সেক্রেটারি মাহমুদ হাসান রুবেল ও আইন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম শাহীন।
পরে পৃথক পৃথক পৃথক শোক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপের নেতৃত্বে জনতা ভবনে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে পাবলিক মাঠে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে বাউফল অডিটরিয়ামে শোক দিবসের আলোচনা সভা ও রান্না করা খাবার দেওয়া হয়। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হাসিব আলম তালুকদারের নেতৃত্বে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুবলীগের উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্তের নেতৃত্বে তার গ্রামের বাড়িতে দোয়া মোনাজাত ও কাঙালী ভোজের আয়োজন করেন।
এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জোহর নামাজ বাদ বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের স্মরণ করেন। জাতির পিতার মহতী জীবন ও কর্মের ওপর আলোচনায় বক্তারা জাতির পিতার ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি।’ বক্তারা পঁচাত্তরের ঘৃণ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং বিদেশে পলাতক অন্যান্য খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করার জোর দাবি জানান। এছাড়া বক্তারা জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে সম্পৃক্ত হতে দৃঢ় প্রত্যয় জানান।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply