বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মো: সবুজ, সংবাদদাতা, বাউফল : পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. রুহুল আমিন (৩৪) ও মো. সোহাগ ( ২৮) নামে দুই যুবককে আটক করা হয়েছে। রোববার রাতে উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা ওই এলাকার মো. আবুল হোসেনের ছেলে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে অস্ত্র আইনের মামলায় তাদের পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর নওমালা ইউনিয়নের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটে। এসব চাঁদাবাজি ও লুটপাটের ঘটনার সাথে রুহুল আমিন ও তার ভাই সোহাগ জড়িত ছিল।
করিম মৃধা নামে এক ভুক্তভোগী তাদের নামে চাঁদাবাজি ও লুটপাটের মামলাও করেন। এরফলে রোববার যৌথ বাহিনীর সদস্যরা বটকাজল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে ৪টি রানদা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
বাউফল থানার অফিসা ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply