বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাউফল : বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ দুলাল খান হত্যাচেষ্টা ও চাঁদাবাজী মামলায় সোমবার (২১ আগস্ট) আদালতে আত্মসর্ম্পন করলে আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাউফল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে স্থানীয় মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মোসলেম উদ্দিন মৃধার বড় ছেলেকে চাঁদার দাবিতে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এই মামলায় দুলাল খান আসামি। পটুয়াখালীর পিবিআই ওই মামলায় দুলালসহ ৩১ জনের বিরুদ্ধে ৩৮৫ ৩২৬ ৩০৭ ৩২৩ ৩২৪ ৩২৫ ধারায় চার্জশিট প্রদান করেন। এবং বিভিন্ন সময়ে এই আসামিরা জেল হাজতে ছিল। হাইকোর্টের জামিনে বের হয়ে আসামিরা বিভিন্ন সময়ে মামলার বাদী ও ভিকটিমকে হয়রানি করতে থাকে।
মামলাটি বর্তমানে অতিরিক্ত জেলা জজের আদালতে সাক্ষী চলছে। তাই সাক্ষীরা যাতে সাক্ষী দিতে না পারে এজন্য বাদিকে বিভিন্ন সময় হুমকি দিতে থাকে। বাদী এ ব্যাপারে থানায় জিডি করে পটুয়াখালী অতিরিক্ত জেলা আদালতে এই আসামিদের বিরুদ্ধে জামিন বাতিলের দরখাস্ত করেন । অতিরিক্ত জেলা জজ আদালত সেই দরখাস্তটি তদন্তের জন্য বাউফল থানা ওসিকে নির্দেশ প্রদান করেন।
বাউফল থানা ওসি তদন্ত শেষে এই দুলাল খান, মমিন খান ও রহিম খানের বিরুদ্ধে জামিন বাতিলের প্রতিবেদন দাখিল করেন।
অতিরিক্ত জেলা আদালত শুনানি শেষে দুলাল খানকে জেল হাজতের প্রেরণ করেন। দুলাল খান এলাকার চিহৃিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। এলাকায় মমিন খানের ক্ষমতায় জুয়া গাজা ও ইয়াবার ব্যবসা করে এবং বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
এদিকে, দুলাল খানকে আদালত কর্তৃক কারাগারে পাঠানোর পর এলাকায় দুলাল খানের সাঙ্গপাঙ্গ এবং মমিন খান এবং তার সাঙ্গপাঙ্গরা মামলার বাদীকে নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছে। এই দুলাল এবং মমিন সন্ত্রাসী চক্রের সদস্যদের হুমকি-ধামকিতে আতঙ্কিত বাদী। বাদীর অভিযোগ- দুলাল এবং মমিন খানের অপরাধী চক্রের হুমকিতে আমরা জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছি। যেকোন সময় তারা আমাদের আরো বড় ধরণের ক্ষতি করতে পারে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন বাদী এবং বাদীর পরিবার।
স্থানীয় শান্তিপ্রিয় নারী-পুরুষ দুলাল খান ও মমিন খানের নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ট। এদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে দিনাতিপাত করছেন। এলাকাবাসীর দাবি- সন্ত্রাসী দুলাল খান যাতে জামিনে বেড়িয়ে আবার যেনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। তাকে জামিন দেওয়া হলে এলাকায় এসে ফের সন্ত্রাসী-চাঁদাবাজী কর্মকাণ্ড হতে শুরু করে নানা অপরাধের ফিরিস্তি রচনা করবে। এজন্য এলাকার মানুষ চাচ্ছে- সন্ত্রাসী দুলাল খান কোনভাবেই যেনো জামিন না পায়। অপরদিকে, আরেক অপকর্মের হোতা মমিন খানের বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ। এই মমিন খানের জামিন বাতিলের দাবি জানিয়েছেন এলাকার সাধারন মানুষ।
এলাকাবাসী দুলাল খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি দুলাল খানের আশ্রয় প্রশয় দাতা মমিন খানেের জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply