বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মো: সবুজ, বাউফল : পটুয়াখালীর বাউফলে উপজেলা ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের খানকা এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো:বেল্লাল হোসেন।
লিখিত বক্তব্যে বেল্লাল বলেন, চলতি মাসের ১৭ তারিখ একই ইউনিয়নে বিএনপি নামধারী আওয়ামী সুবিধা ভোগীরা উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেনের নামে মিথ্যা বানোয়াট বক্তব্য প্রদান করেন। যা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। ইউনিয়ন এবং উপজেলা বিএনপির কেউ অন্যায় ও অপকর্মের সাথে জড়িত নয়। হাইব্রিড বিএনপি পদবঞ্চিত হয়ে মিথ্যাচার চালাচ্ছেন। এসময় ওই মানববন্ধনে জয়বাংলার শ্লোগান দেয়া হয় বলেও বক্তব্যে উল্লেখ করেন।
এতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার, ইউনিয়ন সহ সভাপতি শাহ আলম রাঢ়ি, সাংগঠনিক সম্পাদক মো:আবুল সির আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান সরদার,নিজাম ডাক্তার, সবুজ জ্মোদ্দার, জাবেদ আলীসহ ইউনিয়ন বিএনপির ২শতাধিক নেতাকর্মী।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply