বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহীন, বাউফল : পটুয়াখালীর বাউফলে হেলথকেয়ার ক্লিনিক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সরেজমিনে পরিদর্শন করে জানা যায়. বুধবার (২৫ অক্টোবর) সকাল ছয় টার দিকে ক্লিনিকের সামনের পোষণের ফার্মেসীর অংশে প্রথমে বিদ্যুতের লাইনে আগুন লাগে। একপর্যায়ে সে আগুন ছড়িয়ে গেলে ক্লিনিকের সামনের অংশের রিসিপশন ও ডাক্তারের চেম্বার পুড়ে ছাই হয়ে যায়। আগুন ক্লিনিকের দোতলা ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিভানোর কাজ শুরু করে। ততক্ষণে ক্লিনিকের নিচ চলার কয়েকটি রুম পুড়ে ছাই হয়ে যায়।
এব্যাপারে বাউফল থানার উপজেলা নির্বাহী অফিসার সূত্র বলছে, আগুন বিদ্যুতের লাইন থেকে লিকেস হয়ে ছড়িয়ে পড়েছে। বাউফল থানার ওসির সাথে কথা বললে জানা যায় ফার্মেসির এক অংশ থেকে বিদ্যুতের লাইন লিকেস হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। ক্লিনিকের ম্যানেজারের সাথে কথা বললে একই কথা জানা যায়। এবং তিনি একই কথা জানান। তবে ভর্তি কৃত রোগীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply