বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর, বাউফল : আদালতের আদেশ অমান্য করায় বাউফলে আবুল কালাম আজাদ নামক এক ব্যক্তির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের হয়েছে ।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দাবিদার আবুল কালাম আজাদের বিরুদ্ধে এলাকায় অন্তহীন অভিযোগ রয়েছে। তিনি আইন কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে চলছেন। এলাকায় নানা অন্যায় অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একের পর এক বিতর্কের জন্ম দেওয়ায় এলাকার শান্তিপ্রয় মানুষ কালামের বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে।
২০১৯ সালে চন্দ্রপাড়া গ্রামের মদনপুরা মাধ্যমিক বিদ্যালয় ও চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা হয়। কিন্তু সেই আদেশ অমান্য করে ম্যানেজিং কমিটির সভাপতি কালাম দুইবার শিক্ষকদের বিলে সাইন করে বিল উত্তোলন করে। এ ব্যাপারে পটুয়াখালী সহকারী জজ আদালতে মামলা হয়। যার মামলা নং ৫ /২০১৯ ।
এছাড়া বর্তমানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাওয়াত পত্রে কালাম এর নামে সভাপতি করে কার্ড করা হয়েছে। এ ব্যাপারে পূণরায় পটুয়াখালী সরকারি জজ আদালতে ভায়োলেশন মামলা হয়েছে।
আদালত অবমাননা মামলার নোটিশ জারি হওয়া সত্ত্বেও চলতি বছরের ১০ মার্চ পূণরায় আবার সেই সভাপতি আসনে বসে অনুষ্ঠান পরিচালনা করছে। মহামান্য আদালতের এই নিষেধাজ্ঞার আদেশ কালাম মানছে না। এ অবস্থায় স্থানীয় সচেতনমহল আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করে আইন অমান্যকারী কালামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply