বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল/বরিশাল : বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার ও তার পুত্র মাহমুদ হাসানের বিরুদ্ধে স্থানীয় আ’লীগ কর্মী শফি মৃধাকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামি গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন প্রভাবশালী এই আ’লীগ নেতা ও তার চেয়ারম্যান পুত্র।
মামলা, পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গত ৮ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আওয়ামী লীগের কর্মী শফি মৃধাকে বগার শাপলাখালী আদম আলী খানের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর বর্বরোচিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক অবস্থা খারাপ দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে প্রেরণ করেন। সেখান থেকে সাময়িক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসায় ঢাকায় পাঠানো হয়। রাজধানীতে চিকিৎসা নিয়ে শফি মৃধা বর্তমানে মোটামুটি সুস্থ রয়েছেন।
পরবর্তীতে শফি মৃধার বড় ভাই মোফাজ্জল মৃধার সহধর্মিণী মোসাঃ শিল্পী বেগম বাদী হয়ে পটুয়াখালী আদালতে নালিশ করলে তা আমলে নিয়ে আদালত বাউফল থানাকে হত্যা চেষ্টা মামলা রুজু করার নির্দেশ দেন। মঙ্গলবার (১৬ই জানুয়ারি) রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার কে ১নং, বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান কে ২নং সহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা রুজু করা হয়। ওই রাতেই পুলিশ বগায় অভিযান চালিয়ে মামলার আসামী মেম্বার মোঃ সাইদুল ইসলাম সুমন মৃধা ও নিজাম বয়াতি কে গ্রেফতার করা হয়।
মামলাটির দায়িত্ব পাওয়া এসআই ফিরোজ আল মামুন বলেন, বুধবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply