বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাউফল : বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারকে হত্যাচেষ্টারয় দায়েরকৃত মামলায় স্থানীয় এমপি আ স ম ফিরোজের ভাতিজা এনামুল হক ওরফে আলকাস মোল্লাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া
ক্যাডার সফি হাওলাদার, মাসুম বিল্লাহ লিমন ও মোহনকওকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৭ মে) মামলার ১০ আসামি পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আলকাস মোল্লাসহ চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। একইসঙ্গে সাংসদ আসম ফিরোজ এর আরেক ভাতিজা ফয়সাল আহম্মেদ ওরফে মনির মোল্লা, পঙ্কজ দাস, রাজিব দাস, সজিব দাস, মো. সোহেল ও মো. আরিফের জামিন মঞ্জুর করেন।
গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত র্যালিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে হত্যা চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আসম ফিরোজ গ্রুপের সমর্থকরা।
এ ঘটনায় গত ২ এপ্রিল বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম বাদী হয়ে আ স ম ফিরোজ এমপি’র ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ ওরফে মনির মোল্লা এবং ইউপি চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাস মোল্লাসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনের নামে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ০৩ তারিখ- ০২/০৪/২০২৩।
উক্ত মামলা ১৪ জন আসামি উচ্চ আদালত থেকে কয়েক সপ্তাহের আগাম জামিন গ্রহণ করেন। জামিনে মেয়াদ শেষ হলে বুধবার ১০ জন আসামি পটুয়াখালী চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
এসময় আদালতের শুনানি শেষে আদালত এনামুল হক ওরফে আলকাস মোল্লা, সফি হাওলাদার, মাসুম বিল্লাহ লিমন ও মো. মোহনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply