বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল : পটুয়াখালীর বাউফলে মাদকারবারীর সংঘবদ্ধ চক্র বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীকে মারধর করে লাখ টাকা লুটে নিয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া ৩নং ওয়ার্ডে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। মারধরে আহত কলেজ ছাত্রের নাম মোঃ রাব্বি হোসেন (২১)। তার পিতার নাম মোঃ দেলোয়ার হোসেন মৃধা। আহত রাব্বি বাউফল হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
আহত রাব্বি হোসেন বলেন, আমার এক দুলা ভাইয়ের অপারেশন সংক্রান্ত বিষয়ে এক লাখ টাকা লাগবে, তা নিয়ে বাড়ি থেকে বাউফলের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হই। পশ্চিম খেজুরবাড়িয়া দারুল উলুম কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসার বিভিন্ন বিরোধের জের ধরে ওৎপেতে থাকা আমাদের এলাকার কালাম হাওলাদারের দুই ছেলে মোঃ লিটন ও সাগর মিলে আমাকে আমার মোটরসাইকেলযোগে করে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে। এসময় সাথে থাকা লাখ টাকা ছিনিয়ে নেয় এবং আমার মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তারা বলে যায় ‘যদি একথা আমি কাউকে বলি তাহলে আমাকে হৃদয় কবিরাজের মতো হত্যা করে গুম করবে’ বলে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। তারা এলাকায় চিহ্নিত মাদক কারবারি এবং হৃদয় কবিরাজ হত্যার সাথে জড়িত রয়েছে। আমি তাদের বিচার দাবি করছি।
স্থানীয় নাসির মৃধা বলেন, রাব্বি সহ আমরা লিটন ও সাগর হাওলাদারের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা তাদের বিচার দাবি করছি। এ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত লিটন হাওলাদার মুঠোফোনে জানান, এরকম কোনও ঘটনা ঘটেনি বলে ফোন কেটে দেন।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply