বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, মনিরুল ইসলাম শাহিন, বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভূমিদস্যু মজিবর মোল্লা (৫০) ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এবং ছোট ডালিমা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুল খালেকের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) বিকেল ৫ টায় প্রেসক্লাব বাউফল কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীদের পক্ষে মোঃ হাফিজুর রহমান মোল্লা।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আজ ২০ মে শনিবার সকাল ১১ টায় বাউফল উপজেলাধীন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৭৫ নং কচুয়া মৌজায় আমরা ৪০ জন জমির মালিক আমাদের সমুদয় সম্পত্তি এক বছরের জন্য বিক্রি করে ক্রেতা মোঃ শাহাবুদ্দিন মেম্বারকে বুঝিয়ে দিতে যাই। জমির নিকটে গেলে ভূমিদস্যু মজিবর মোল্লার সন্ত্রাসী বাহিনীর সদস্য আলাল হাওলাদার, কালাম গোলদার, আনসার, হানিফ হাওলাদার গং আমাদের উপর অতর্কিত হামলা করে। উক্ত হামলায় ছোট ডালিমা মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুল খালেক গুরুতর আহত হন। তাকে পানিতে ফেলে চুবিয়ে মারার চেষ্টা করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মজিবর রহমানের সন্ত্রাসীরা হাফিজুর রহমান মোল্লাকে চোখ উপরে ফেলার হুমকি দিয়ে বলে জমির কাছে আসলে সবাইকে প্রাণে মেরে ফেলবো। আমরা কোন রকম দৌড়ে প্রাণ নিয়ে বেঁচে ফিরি। মজিবর মোল্লা ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোক। কেউ কিছু বললে তার সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালায়। আমরা মজিবর মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি চাই। এবং আমরা আমাদের জমি ফেরত চাই।
এ বিষয়ে মুঠোফোনে মজিবর মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীরা এবং প্রেসক্লাব বাউফলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply