বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম, মনিরুল ইসলাম শাহিন, সংবাদদাতা, বাউফল : পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক এক মতবিনিময় সভায় বলেছেন, পুলিশ যেভাবে জীবন বাজি রেখে কাজ করে, ঠিক সেইভাবে সাংবাদিকরাও জীবন বাজি রেখে কাজ করেন। সাংবাদিকরা বিভিন্ন ঘটনা তুলে আনেন। এর মাধ্যমে অপরাধ দমনে পুলিশ ভূমিকা রাখতে পারে। মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে পুলিশের জন্য সাংবাদিকতারা সেতুবন্ধন হিসেবে কাজ করেন। পুলিশ ও সাংবাদিকের পেশাগত লক্ষ্য এক ও অভিন্ন। উভয়েই জনগণের স্বার্থে দেশের জন্য কাজ করে থাকেন। এক কথায় পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক।’
বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় থানা মিলনায়তনে আয়োজিত ‘প্রেসক্লাব বাউফল’ এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এটিএম আরিচুল হক বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ভূমিদস্যতাসহ নানা অপরাধ দমনে পুলিশ কাজ করছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাউফল এর সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি ফিরোজ আলম, সহসভাপতি, সাইদুর রহমান, সহসভাপতি এম জাফরান হারুন, নির্বাহী সদস্য জিএম ফারুক, সহসভাপতি সোহেল, সাংগঠনিক সম্পাদক লিংক মাহমুদ, সহদপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সাইদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply