বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাউফল : নানা আয়োজনে বাউফল সাংবাদিক ক্লাব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ মে ) দুপুর ১২ টায় উপজেলা গেট সংলগ্ন সোনালী ব্যাংকের চারতলা বাউফল সাংবাদিক ক্লাব কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ। তবে সাংবাদিকরা যেন তার ক্ষমতার অপব্যবহার না করে সেদিকটি খেয়াল রাখতে হবে এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ সবার সামনে তুলে ধরতে হবে এবং এটাই একজন সংবাদ কর্মীর দ্বায়িত্ব।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাউফল সাংবাদিক ক্লাবের উপদেষ্টা সাবেক ইত্তেফাক পত্রিকার বাউফল প্রতিনিধি প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন,বাউফল সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা শাহাবুদ্দিন, বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি এম জাফরান হারুন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল সাংবাদিক ক্লাব সহ-সভাপতি হাফেজ মাওলানা আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল, সাংস্কৃতির বিষয়ক সম্পাদক মোঃ শামিম হাওলাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক সঞ্জয় দেবনাথ, সদস্য উলিউল্লাহ রিপন, হারুন অর রশিদ বাচ্চু, মুত্তাকিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সত্য প্রকাশে মোরা নির্ভীক’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২৪ সালে পথচলা শুরু করে বাউফল সাংবাদিক ক্লাব।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply