বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জের আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধপন্থায় নিয়োগ বাণিজ্যের পায়ঁতারার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: বাদল খলিফা শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইন কানুনের তােয়াক্কা না করে বেআইনিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। বর্তমান সভাপতি সম্পাদক নামমাত্র ম্যানেজিং কমিটির সভা ডেকে সদস্যদের বাড়িতে গিয়ে রেজুলেশন বইতে সংখ্যাগরিষ্ঠের স্বাক্ষর নিয়ে কার্যাবলী পরিচালনা করেন। গত ২৫ জুলাই বিদ্যালয়ে নিয়োগের জন্য একজন প্রধান শিক্ষক ও দুইজন চতুর্থ শ্রেনীর কর্মচারী এজেন্ডা দিয়ে সভা আহবান করেন। কিন্তু ওই সভায় এ নিয়োগ সংক্রান্ত বিষয়ে অভিযোগকারী অভিভাবক সদস্য বাদল খলিফা আলোচনা করার ইচ্ছা পোষন করেন। কিন্তু আলোচনা না করে রেজুলেশন লিপিবদ্ধ করে বাড়িতে গিয়ে স্বাক্ষর নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত ১৮ আগষ্ট বাছাই কমিটির সভা আহবান করা হয়। তখন বাদল খলিফা যাচাই কমিটির উপর আলোচনা করতে চাইলে সভাপতি ও সম্পাদক উভয়ই এর উপর আলোচনা না করে পূর্বে লিপিবদ্ধ করে রাখা রেজুলেশনে তাকে স্বাক্ষর করতে বলেন। তখন অভিভাবক সদস্য বাদল খলিফা রেজুলেশনে স্বাক্ষর করতে অনীহা প্রকাশ করেন।
অভিভাবক সদস্য বাদল খলিফা বলেন, গোপনে আমি জানতে পারি সভাপতি সম্পাদক নিয়োগ বোর্ড গঠন করে আগামী ২১ সেপ্টেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করেছেন। তিনি বলেন, কোন তারিখের সভায় নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে সে বিষয়টি আমাকে সহ তিন সদস্যকে জানানো হয়নি।
তিনি আরো বলেন, এরআগেও ২০১৮ সালে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠায় বিদ্যালয়ে অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছি।
পরিশেষে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নিয়োগ পরীক্ষা স্থগিত করে বিষয়টির সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে সংশ্লিষ্ট দপ্তরের কাছে সঠিক বিচার দাবি করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply