বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : মাদক ব্যবসায়ের প্রতিবাদ করায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের কাকরধা হেলাল উদ্দিন আহমেদ কলেজের মেধাবী ছাত্র মোঃ জিম আহমেদের বিরুদ্ধে নানা কায়দায় তথ্য সন্ত্রাসের মাধ্যমে অপপ্রচারের লিপ্ত রয়েছে স্থানীয় সংঘবদ্ধ এক কুচক্রী মহল। চক্রটি মেধাবী ছাত্র ও তার পরিবারের ইমেজ ক্ষুণ্ণ করে অর্থনৈতিকভাবে ফাঁয়দা লোটার মিশনের অংশ হিসেবে জঘণ্য মিথ্যাচার চালিয়ে আসছে। কিশোর গ্যাং এর নাম দিয়ে বিভিন্ন প্লাটফর্ম সহ ফেইক এবং নাম বিহীন ফেসবুক আইডি দিয়ে মেধাবী ছাত্রের বিরুদ্ধে এহেন জঘণ্য মিথ্যাচারের বিরুদ্ধে ইউনিয়নের সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের আশু দৃষ্টি কামনা করে তারা বলছেন, অপপ্রচারকারী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের চিহৃিত করে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করা হোক।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর ইউনিয়নের কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ নুর দারাজ। তিনি দীর্ঘ বছর ধরে কলেজে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। অধ্যক্ষের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়ায় ঈশ্বার্নিত হয়ে কুচত্রিমহলটি তার পরিবারের সুনাম নষ্টের জন্য নানা ধরণের ফন্দি আঁটে। এরইধারাবাহিকতায় একটি ভিত্তিহীন ভিডিওকে সুপার এডিট করে অধ্যক্ষের মেধাবী পুত্র জিম আহমেদকে নিয়ে মিথ্যা-অপপ্রচার চালিয়ে আসছে মহলটি।
স্থানীয় একাধিক সূত্র বলছে- ফরিদপুর ইউনিয়নে মাদক ব্যবসা বন্ধের জন্য প্রতিবাদ করে আসছে ভদ্র ও বিনয়ী হিসেবে পরিচিত মেধাবী ছাত্র জিম আহমেদ। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মাদক কারবারীরা।
সূত্র জানায়, অপপ্রচারকারী মহলটি এলাকায় মাদক বাণিজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে ব্ল্যাকমেইল, চুরি, ছিনতাইসহ নানা ধরণের অন্যায়-অপকর্মের সঙ্গ যুক্ত রয়েছে। এদের অত্যাচারে এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষ অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করলেও উল্টো প্রতিবাদকারীদের হেনস্থার শিকার হতে হয়। এমনকি প্রতিবাদী ছাত্র-যুবকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে ফাঁসিয়ে দিতে মত্ত সংঘবদ্ধ চক্রের সদস্যরা।
অধ্যক্ষ মোঃ নূর দারাজ বলেন, মাদক ব্যবসায়ীকে মাদকসহ পুলিশের হাতে ধরিয়ে দিলে মাদক কারবারি ও এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী জিমকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। একইসঙ্গে তারা আমার ও আমার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করতে উঠেপড়ে লেগেছে। চক্রটি আমার ছেলের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আসছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply