বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম পান্না খানের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর চালিয়ে জমি দখল করে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (২ মার্চ) কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের ভুক্তভোগী আঃ মাজেদ আকন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের মৃত আঃ হাসেম আকনের পুত্র আঃ মাজেদ আকনের সাথে প্রতিবেশী মোঃ জালাল গাজী গং দের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে রোববার সকাল ১০ টার দিকে জালাল গাজী মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়াটে হিসেবে বিএনপি নেতা রাজিবুল ইসলাম পান্না খান ও তার সন্ত্রাসী বাহিনীকে দিয়ে আঃ মাজেদ আকনের বসত ঘরের পিছনে ভাঙচুর চালিয়ে জমি দখলে নিয়ে নতুন একটি কাঠের ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আঃ মাজেদ আকন ভরপাশা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম পান্না খানকে ১ নং আসামি করে বাকেরগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেছেন।
অন্যান্য আসামিরা হলেন- মোঃ জালাল গাজী (৪২), মোঃ রাহাত গাজী (২৭), জসীম গাজী (৪০), মোঃ ফারুক গাজী (৪০), মোসাঃ ফরিদা বেগম (৩৬), মোসাঃ শিউলী বেগম (৩২), মোসাঃ হালিমা বেগম (৬০)। এদের সকলের বাড়ি ঢাপরকাঠী এলাকায়। এছাড়া আতাকাঠী এলাকার মোঃ আল আমিন সিকদার (৪৫) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, বসতবাড়ি ভাঙচুর জমি দখল ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত পান্না খানের সাথে তার ব্যবহৃত মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগের ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি এরকম অভিযোগের কথা শুনেছেন এবং দলীয়ভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে মন্তব্য করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply