শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাংবাদিক সোহেল রানার পিতা মো. আবুল কাশেম মুন্সী সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে বাকেরগঞ্জের রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার খেজুরা ভরপাশা গ্রামে তাঁর জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছিল। জানাজা নামাজে ইমামতি করেছেন বাংলাবাজার জামে বড় বাড়ী জামে মসজিদ খতিব ইউসুফ আলী। জানাজা শেষে মরহুমের মরদেহ খেজুরা ভরপাশা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়ামত আবদুল্লাহ পলাশ, দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, ধর্ম বিষয়ক সম্পাদক আউয়াল হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোখলেসুর রহমান, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশাফুজ্জামান খোকন, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, উপজেলা কৃষকলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মেম্বার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডাকুয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া প্রমুখ।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সহস্রাধিক মানুষ মরহুমের জানাজায় অংশগ্রহন করেন।
সাংবাদিক সোহেল রানার পিতার মৃত্যুর খবরে শনিবার রাত থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ তাঁর হাজারো ভক্ত অনুসারী।
উল্লেখ্য, সাংবাদিক সোহেল রানার পিতা আওয়ামী লীগ নেতা মোঃ আবুল কাসেম মুন্সি শনিবার রাত সোয়া আটটায় শেষ-নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
এদিকে, সাংবাদিক সোহেল রানার পিতা আওয়ামী লীগ নেতা মোঃ আবুল কাসেম মুন্সির ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক আহমেদ জালাল। শোক বার্তায় মরহুমের আত্মার চিরশান্তি কামনা করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply