বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এন আই এলজি) আয়োজিত একযোগে ১৬ টি জেলার ১৬ টি উপজেলায় মাসব্যাপী (০৮ এপ্রিল থেকে ০৭ মে) প্রশিক্ষণ কোর্সে সিলেট থেকে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন এনআইএলজি মহাপরিচালক মো: আব্দুল কাইয়ুম, কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। স্বাগত বক্তব্য রাখেন- এনআইএলজি অনুষধ সদস্য মো: মতিউর রহমান। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন- আসমা আক্তার মারিয়া। সঞ্চালনায় ছিলেন- কোর্স কো- অর্ডিনেটর বদরুল আমিন খান। বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন পরিষদের মোট ৪০জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করবে এই প্রশিক্ষণে। এক মাস ব্যাপী প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীগণ সকালে পিটি, প্যারেড, দিনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং সেশনে অংশগ্রহণ করবেন। সেশন পরিচালনা করবেন উপজেলা রিসোর্স টিমের সদস্যগণ ও এই ট্রেনিংয়ের সাথে সংশ্লিষ্ট সদস্যগণ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply