বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি চামটা কেষ্টনগর গ্রামে জামায়াতে ইসলামির দুই কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলার শিকার দু’জনকে বাচাঁতে তাদের স্ত্রী সন্তান এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে নিয়ামতি হাই স্কুলের কাছে নিজ বাড়ির সামনে এই হামলার শিকার হন ইউনিয়ন জামায়াতের কর্মী মাদ্রাসা শিক্ষক মোঃ হাসিবুজ্জামান এবং কামরুল ইসলাম। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দুজনেরই মাথায় গুরুতর আঘাত রয়েছে। মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। সিটিস্ক্যান রিপোর্ট দেখে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
- জামায়াতের কর্মী মাদ্রাসা শিক্ষক মোঃ হাসিবুজ্জামান এবং কামরুল ইসলাম
আহতের স্বজনরা জানান, চামটা কেষ্টনগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী উজ্জল (২৮) এবং মিজানুর (৩৮) এর নেতৃত্বে জামায়াত কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। নেপথ্যে থেকে এই হামলার নির্দেশ দেন তাদের বড় ভাই স্থানীয় বিএনপি নেতা বাহাদুর। ৫ আগস্টের পর এরা এলাকায় দখল, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মাথায় আঘাত করে তারা কামরুলকে মৃত ভেবে চলে যায়। এ সময় দম্ভ করে বলতে থাকে – আমরা এখন বিএনপি করি, জামায়াত টামাত দেখার সময় নেই। আমাদের সামনে যে বাঁধা হয়ে দাড়াবে কাউকে ছাড় দেওয়া হবে না।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply