বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের বাকেরগঞ্জে দুই কাজির বৈধতা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। শফিউল বাশার এবং আবু হানিফ উভয়ই রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজি দাবি করে আসছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ মেদিগঞ্জ শাহী জামে মসজিদের ভেতরে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, মসজিদে সোমবার আসর নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে বর ও কনে পক্ষের উপস্থিতিতে বিয়ের কাবিনের আয়োজন করা হয়। রঙ্গশ্রী ইউনিয়নের কাজী শফিউল বাশারের এ বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। আকস্মিকভাবে মসজিদের মধ্যে উপস্থিত হন অপর কাজি আবু হানিফা। এ সময় দুই কাজির বৈধতা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
আবু হানিফার দাবি, তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজি। হাইকোর্ট তাকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে। শফিউল বাশারও নিজেকে রঙ্গশ্রী ইউনিয়নের কাজি পরিচয় দিয়ে জানান, সুপ্রিম কোর্ট কাজি আবু হানিফার রায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে তারা। এলাকাবাসীর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে হট্টগোল নিয়ন্ত্রণে আসে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply