বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল জেলার বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে বিএনপির জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছে।
স্থানীয় বিএনপির নেতারা জানান, ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবুল হোসেন খানের নেতৃত্বে কলসকাঠি বাজারে লিফলেট বিতরণ, পথসভা ও জনসংযোগ করা হয়। এসময় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দীন মিলনের নেতৃত্বে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে বাকেরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ জমাদ্দার এবং কলসকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন বেশ কয়েকজন আহত হয়। সাবেক সাংসদ আবুল হোসেন খান বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় বিএপির ১০ নেতাকর্মী আহত হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দীন মিলন জানান, কলসকাঠিতে বিএনপির আবুল হোসেন খান গ্রুপ ও হারুন শিকদার গ্রুপ একইস্থানে সভা করলে তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকায় পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply