বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, আব্দুল আউয়াল, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান(৭৫)মাষ্টার শুক্রবার (২৫ আগস্ট) রাত ৯টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালীন তার ভাইর ছেলে সহ আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ আনিসুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল- ২ আসনের এমপি মোঃ শাহে আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা সহ রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও ওখানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। এদিকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা। জানাজা শেষে খলিলুর রহমানের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply