বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বটতলা বাজারে মঙ্গলবার রাতে আব্দুর রাজ্জাক হুজুরের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শট-সার্কিট এর কারণে। এক পর্যায়ে আগুন তীব্র আকারে ধারণ করে এ থেকে একটি কাপড়ের দোকান ও একটি ওষুধের ফার্মেসী পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে, বালিপাড়া থেকে ফায়ার সার্ভিস আসতে এক ঘন্টা দেরি করে আশায় ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস দেরি হওয়ার কারণ হিসেবে জানা গেছে ফায়ার সার্ভিস ড্রাইভার মোঃ নান্নু স্টেশনে উপস্থিত ছিলেন না। তার বাড়ি পার্শ্ববর্তী উজিরপুর থানায়। সেখান থেকে আসতে এক ঘন্টা দেরি হওয়ার কারণে ফায়ার সার্ভিস ওই স্থানে পৌঁছাতে পারেনি। এতে জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মরত দায়িত্বে থাকা মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমরা কল পাওয়ার সাথে সাথে ফেরিঘাটে অবস্থান করি। ওখানে ফেরি চালক না থাকায় আমি সাথে সাথে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মহোদায়কে ঘটনাটি জানিয়েছি ।এরপর বানারীপাড়াথানায় অবস্থান করে তাদেরকে অবহিত করেছি ।এক পর্যায় জানতে পেরেছি ফেরীর চালক স্টেশনে না থাকার কারণে ওই জায়গায় সময়মতো যেতে পারিনি।এ বিষয় সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা জানান আগুন লেগে আব্দুর রাজ্জাকের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অন্তত সাত-আট লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply