বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের বানারীপাড়া বন্দরের পাইকারী মুদি ব্যবসায়ী কালাচাঁদ পালের সামাজিক ইমেজ ক্ষুণ্ন করতে স্থানীয় এক কুচক্রিমহল উঠেপড়ে লেগেছে। মূলত : মহলটি অর্থনৈতিকভাবে ফাঁয়দা লুটতে একের পর এক তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে আসছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, বন্দরের সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত কালাচাঁদ পাল। ক্রেতাদের সঙ্গে অমায়িক ও মার্জিত ব্যবহারের কারণে তিনি সকল শ্রেনি পেশার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন। এরফলে তার ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের সংখ্যাও বাড়তে থাকে। এতে ঈশ্বার্নিত হয়ে স্থানীয় এক কুচক্রচিমহল তার ব্যবসা-বাণিজ্যে দখলের পাঁয়তারার অংশ হিসেবে অব্যাহতভাবে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
বন্দরের একাধিক ব্যবসায়ী জানান, কালাচাঁদ পাল কঠোর পরিশ্রম ও সৎভাবে ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে তার বেশ সুনাম রয়েছে। তীল তীল করে গড়ে তোলা এই সৎ ব্যবসায়ীর সুনাম ক্ষুণ্ন করতে সমাজের এক অশুভ শক্তি ষড়যন্ত্র চালিয়ে আসছে।
মুদী ব্যবসায়ী কালাচাঁদ পাল ইউনিভার্সেল নিউজকে বলেন, বড় ভাই অসীম পাল ও আমি কঠোর পরিশ্রম ও সৎভাবে উপার্জন করে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। বন্দরের সাধারণ মানুষের ভালোবাসায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সুনামের সঙ্গে পরিচালনা করে আসছি। এরকম অবস্থায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে কু-দৃষ্টি পড়েছে স্থানীয় এক কুচক্রিমহলের। ওই মহলটি আমাকে এলাকা থেকে বিতারিত করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করার পাঁয়তারার মিশনে নেমেছে। এজন্য মহলটি আমার বিরুদ্ধে জঘন্যতম মিথ্যাচারে লিপ্ত রয়েছে। ওরা যেকোন সময় আমার ও আমার পরিবারের বড় ধরণের ক্ষতি করতে পারে। আমি ও আমাদের পরিবার বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছি।
তিনি বলেন, জীবদ্দশায় কখনো মাদকের সঙ্গে জড়িত না থাকলেও মহলটি আমাকে জড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তাদের মিথ্যাচারে কান দিচ্ছেন না। এহেন তথ্যা সন্ত্রাসের মাধ্যমে মিথ্যাচার চালিয়ে আসায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের আশু দৃষ্টি কামনা করে ব্যবসায়ী কালাচাঁদ পাল বলেন, যারা আমার বিরুদ্ধে মিথ্যা-অপপ্রচার চালিয়ে আসছে তাদের চিহৃিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply