বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, আব্দুল আউয়াল,বানারীপাড়া : বরিশালের বানারীপাড়ায় নন রেসিডেন্সিয়াল ব্যাংকের (এনআরবি) ৩০৯তম আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ মে) সকাল ১১টায় বন্দর বাজারের ফলপট্টি রোডের দোতলায় এ আউটলেট শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনআরবি ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক জাহিদুল আলম।
ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী মেহেদী হাসানের সভাপতিত্বে এবং বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্যাংকের বরিশাল শাখার উপ-ব্যবস্থাপক রিয়াজ খান, বাগেরহাটের মোল্লারহাট আউটলেট শাখার সিনিয়র অ্যাক্সিকিউটিভ অফিসার রিয়াজুল ইসলাম ও বানারীপাড়া আউটলেট শাখার ব্যবস্থাপক অ্যাক্সিকিউটিভ অফিসার তৌহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী হোসেন, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি ইলিয়াস শেখ ও ব্যবসায়ী মামুন মিয়া প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply