বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারে এলাকাবাসীর দেয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের তিন ঘণ্টার মধ্যেই মো. সাকিব (২৭) নামের আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহতমপুর এলাকার আব্দুস সত্তারের ছেলে। দুপুর ২টা ৫০ মিনিটে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আল্টিমেটামের ৪ ঘণ্টার মাথায় র্যাবের সহায়তায় দেহেরগতি ইউনিয়নের হাকিম খন্দকারের পুত্র সাগর খন্দকার (২৮) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন বিমানবন্দর থানা পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার চৌকস কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার ইউনিভার্সেল নিউজকে বলেন, স্কুলছাত্র রাব্বি হাওলাদার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা আসামি গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। আল্টিমেটাম দেওয়ার কয়েক ঘন্টার মাথায় আমরা এজাহারভুক্ত আসামি সাকিব ও সাগর খন্দকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি বলেন, কী কারণে রাব্বিকে হত্যা করা হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে কোনো তথ্য জানা গেলে গণমাধ্যমকে জানানো হবে।
এর আগে শনিবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজে অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে এলাকাবাসী। এতে অংশ নেন নিহত রাব্বির বড় ভাই বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, বোন লামিয়া আক্তার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনসহ স্থানীয় সহস্রাধিক জনতা। ঘণ্টাখানেক সড়ক অবরোধের পর ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক ছাড়েন এলাকাবাসী।
এদিকে, সড়ক অবরোধের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে সৃষ্টি হয় সীমাহীন যানজট। ভোগান্তিতে পড়তে হয় যাত্রী এবং শ্রমিকদের।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যান। তারা এলাকাবাসীর দেয়া ২৪ ঘণ্টা সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, নিখোঁজের চারদিন পর গত বুধবার ((২২ জানুয়ারি) সকালে পূর্ব রহমতপুর গোডাউন এলাকা থেকে রাব্বি হাওলাদার (১৮) এর মৃতদেহ উদ্ধার করা হয়। রাব্বি ওই এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে। এ ঘটনার দিন বিকেলে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় নিহতের বড় ভাই জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাবুগঞ্জ উপজেলার বকশির চর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে সেন্টু হাওলাদার (৪৭), পূর্ব রহমতপুর গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে রেজাউল খান (২৮), একই গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে সাকিব (২৭) ও হাকিম খন্দকারের ছেলে সাগর খন্দকারকে (২৮) এবং অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply